
শামসেত তাবরেজী’র তিনটি কবিতা
৩১শে জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই জুন ২০২৫
৩১শে জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ ॥ ১৪ই জুন ২০২৫
১৮২ শব্দ · ⏱ পড়তে আনুমানিক ১ মিনিট লাগবে
দোকামি
একটা আড়াল আমায় দিও
আরটা নিও তুমি,
একটার নাম তাবরেজী হোক-
একটা যদি সূর্যগামী
আরটা এন্ড্রোমিডা,
কেন্দ্রবিন্দু? সে অনামি
কি তার যে চাহিদা!
শূন্য কি আর নিশূন্য হয়
দ্বৈত অদ্বৈততে,
একই ছকে দোকা খেলছে
কারো কারো মতে!
হাঁকাহাঁকি
ভিতর থেকে বাইরে মারছি হাঁক
বাইরে থেকে বলল: থাক, থাক।
চলে যাচ্ছি ছায়াটা গুটিয়ে
তোমার আত্মা তবু শান্তি পাক।
ভিতর বাহির জড়ুলে কি ফুলেও
শঙ্কা ভারী রস টানছে মূলেও,
কুঁকড়ে গেছে জিহবা, নাই’ক বাক্,
মাফি মাঙছি- আর দিও না হাঁক
যা বলবে শুনব মাথা পেতে
দিনের কথা বলব না রে’তে,
নিলোম দেহ- মুণ্ডু সুদ্ধ টাক
ভুলি নি তবু, দিয়েছি সাত পাঁক!
তালপট্টি জলপট্টি
জ্বর বাড়ছে, আরো দাও জলপট্টি কপালে,
কত সংশয়, সারাক্ষণ ধুকপুক বুক,
আদিগন্ত জলাভূমি- তার মধ্যে নির্জিব শামুক
দেহটাও আঁটে না, মাজা ধরে উড়বার কালে!
পত্রিকা বলে, যা আছে সব মামাদের,
মাগো, ওরা না তোমার আপন মায়ের পেটতুতো ভাই!
কবে যে দেখব আমার শিথানের নীচে বালিশটাই নাই!