শামশেত তাবরেজী

শামশেত তাবরেজী

শামসেত তাবরেজী বাংলাদেশী সমকালীন কবি ও চিত্রশিল্পী। তিনি "উদ্বাস্তু চিরকুট", "আবাগাবা", "আম্রকাননে মাভৈ:", "কলের গান", "হে অনেক ভাতের হোটেল", "অবিরাম অরেঞ্জ", "দুজনেষু", "মুহূর্তমা", "অশ্রু মোবারক", "রওজার দিকে", "পিয়া পিয়া বলে ডাকি" সহ বেশ কিছু বই লিখেছেন। এছাড়াও, তিনি ছবি আঁকেন। শামসেত তাবরেজীর জন্ম ১৯৬১ সালের ৫ এপ্রিল, ঢাকায়। তার প্রথম লেখা প্রকাশিত হয় ক্লাস ফোর-এ পড়ার সময়, "মুকুলের মহফিল" এ। তিনি "তক্তা" নামেও একটি বই লিখেছেন। শামসেত তাবরেজীর তৃতীয় চিত্রকর্ম প্রদর্শনী "নামের নকশা" অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশের বেশিরভাগ জাতীয় গণমাধ্যমে তাঁর লেখা ও সৃষ্টিকর্ম প্রকাশিত হয়েছে এবং হচ্ছে।