আবদুল্লাহ - আল - ফাহাদ
ফাহাদ আল আবদুল্লাহর বেড়ে ওঠা ঢাকায়। এই শহরের আলো আঁধারি, নিয়ন আলো থেকে হালের এলইডি রাঙা রাস্তা সবটাই তার চেনা। লেখাতেও সেই ছাপ স্পষ্ট। মৌলিক রচনার আগে অনুবাদে হাত পাকিয়েছেন। ‘শহর’ লেখার আগে ‘১০০০ গজ’ নামে মার্ক ডওসনের ‘ওয়ান থাউজ্যান্ড ইয়ার্ডস’ নামের স্পাই থ্রিলারের অনুবাদ বাজারে আছে। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, নৃবিজ্ঞান নিয়ে। পেশায় শিক্ষক।
এছাড়া আরও লিখেছেন 'নরক' , 'কাসা দিয়াবলো', 'বুলেট কিংবা ভালবাসায়'।
অনুবাদের ভেতর আছে ওয়েস্টার্ন , ১০০০ গজ', লোইস লোওরি'র 'দ্য গিভার', 'জ্যাক লন্ডনের দ্য কল' এবং 'অফ দ্য ওয়াইল্ড'।
বাংলাদেশের উদীয়মান তরুন নিয়মিত লেখকদের দৌড়ে অনেকটাই এগিয়ে রেখেছেন নিজেকে। তাঁর বইগুলো প্রকাশ করেছে বেঙ্গল বুকস, মাতব্বর কমিক্স অ্যান্ড পাবলিকেশন, ঐশ্বর্য প্রকাশ। রকমারি ও বিভিন্ন বইয়ের দোকানে তাঁর বইগুলো পাওয়া যাচ্ছে।