নন্দিতা অধিকারী

নন্দিতা অধিকারী

লেখক ও কবি। লেখেন বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই। সব্যসাচী। সাহিত্যের ছাত্রী ছিলেন। স্নাতকোত্তর করেছেন মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার নিয়েও। নিবিড় পাঠক। সমাজকর্মী হিসেবে কর্মরত প্রবাসে। ভালবাসেন আঁকতে এবং লিখতে। বিশ্ববিদ্যালয়ে জীবন থেকেই ডেইলি সান, প্রথম আলোতে লিখেছেন। ঐতিহ্য প্রকাশনার শীর্ষ ৩০ গল্পে তাঁর গল্প স্থান পেয়েছে। লেখালেখি অব্যাহত রেখেছেন। লেখক হিসেবে সম্ভাবনাময়।