মাম্পী দত্ত’র দু’টি কবিতা

মাম্পী দত্ত’র দু’টি কবিতা

৬ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

২০শে জুন ২০২৫

৬ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ ॥ ২০শে জুন ২০২৫

১১৮ শব্দ · ⏱ পড়তে আনুমানিক মিনিট লাগবে

পাশের বাসার ছেলে
------------------
পাশের বাসার ছেলে,
তোমার ফাজিল ইউকিলেলে
আমার সকাল বেলার ঘুম ভেঙে দেয় রোজ
দিন কাটে ঘুম ঘুম
আমার সারাটা মৌসুম
তুমি তাও জানো না, রাখছো না তার খোঁজ!

তোমার নাম জানি না, আরে!
নইলে ম্যাসেঞ্জারে
আচ্ছা করে বকেই দিতাম ঠিক
যদি ফোন নাম্বার দিতে
প্রতিবেশির খবর নিতে
তবে ভুলিয়ে দিতাম সকল মিউজিক।

লিলি ফুল
----------
স্নিগ্ধতা কিছু আছে, লিলি তবু ফ্যাকাশে।
ফুলের দোকানে খুব কুন্ঠিত, একা সে।

নিমেষেই ঢলে পড়ে। স্পর্শে কাতর খুব।
ফুলেদের উৎসবে লিলি ফুল নিশ্চুপ।

রঙ নেই। কাঁটা নেই। আছে শুধু ঘ্রাণ তার।
আলো তাকে আধা চেনে। পুরোটা, অন্ধকার।

বিজ্ঞাপন দিন

আপনার বিজ্ঞাপন প্রকাশের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

যোগাযোগ